মার্কিন নির্বাচন নিয়ে অডিও নথি ফাঁস করলো উইকিলিকস


প্রকাশিত: ০২:৪১ পিএম, ২৮ জুলাই ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ডেমোক্রেট জাতীয় কমিটির (ডিএনসি) গোপন নথি ফাঁস করেছে উইকিলিকস। গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী ব্যাপক হৈ চৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকস ডিএনসির সার্ভার হ্যাকিংয়ের মাধ্যমে বুধবার বেশ কিছু অডিও বার্তা প্রকাশ করেছে।

উইকিলিকস এমন এক সময় এ অডিও বার্তা ফাঁস করলো যখন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।  

এর আগে, ডেমোক্র্যাট জাতীয় কমিটির ফাঁস হওয়া ২০ হাজার ইমেইল উইকিলিকস প্রকাশ করে। মার্কিন নির্বাচন নিয়ে প্রথম দফায় উইকিলিকসের প্রকাশিত নথির কারণে দলটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এর জেরে দলটির চেয়ারম্যান ডেবিউ ওয়াশারম্যান শুলজ পদত্যাগ করতে বাধ্য হয়।

গত সপ্তাহে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণার ম্যানেজার রোবিই মুক এক টকশোতে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বিরুদ্ধে ডিএনসির সার্ভার হ্যাকিংয়ের অভিযোগ আনেন। রাশিয়ার হ্যাকাররা ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) ই-মেইল হ্যাক করেছে বলে অভিযোগ করেন তিনি।

তবে ক্রেমলিন সরকার শুধু হ্যাক করার অভিযোগ অস্বীকার করেছে। এ ছাড়া ২০ হাজার ইমেইল ফাঁসের ঘটনাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছে রাশিয়া।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।