আইএস আতঙ্কে মুম্বাইয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানের জরুরি অবতরণ


প্রকাশিত: ১০:২৫ এএম, ২৮ জুলাই ২০১৬

ভারতের বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের দুবাই থেকে কেরালাগামী একটি বিমানের এক যাত্রী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নামে স্লোগান দেয়ায় বিমানটির গতিপথ পরিবর্তন করে মুম্বাইয়ে জরুরি অবতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুবাই থেকে কেরালার কালিকট যাচ্ছিল বিমানটি।

এ ঘটনার পর বিমানের আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইন্ডিগো এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানের ওই যাত্রী ক্রুদের সঙ্গে হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে।

বিমানে আতঙ্ক তৈরির অভিযোগে মুম্বাইয়ে অতরণের পর এক যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১২০ জন যাত্রী নিয়ে ইন্ডিগোর ওই বিমান দুবাই থেকে যাত্রা শুরু করে। ইন্ডিগো এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানের ওই যাত্রী ক্রুদের সঙ্গে হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। এ ছাড়া অন্য যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ডা ও সহিংসতায় জড়িয়ে পড়ে।

পরে পাইলট বিমানটি মুম্বাইয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় বিমানটি গতিপথ পরিবর্তন করে মুম্বাইয়ে অবতরণ করে। বিমানের ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনার দুই ঘণ্টা পর বিমানটি মুম্বাই থেকে কেরালার কোঝিকোদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।