ভেনেজুয়েলার চিড়িয়াখানায় খাদ্যাভাবে ৫০ পশুর মৃত্যু
ভেনেজুয়েলার প্রধান একটি চিড়িয়াখানায় খাদ্যাভাবে ৫০টির মত পশুর মৃত্যু হয়েছে। গত ছয়মাসের মধ্যে পর্যাপ্ত খাবার না পাওয়ায় ওই পশুগুলো মারা গেছে।
স্টেট পার্ক ইউনিয়নের নেতা মারলিনি সিফোনতেস রয়টার্সকে জানিয়েছেন, মৃত্যুর আগে কিছু কিছু পশু প্রায় দু`সপ্তাহ ধরে অনাহারে কাটিয়েছে।
শুধু তাই নয় মাংসের অভাবে ওই চিড়িয়াখানার বাঘ ও সিংহরা আম ও কুমড়া খেয়ে দিন কাটাচ্ছে।
তবে ভেনেজুয়েলার কর্মকর্তারা পশু মৃত্যুর খবরটি অস্বীকার করছে। অথচ দেশের অন্যান্য চিড়িয়াখানাগুলোর অবস্থাও একই রকম।
চিড়িয়াখানাগুলোর কর্তৃপক্ষ থেকে স্থানীয় ব্যবসায়ীদের কাছে পশু-পাখিদের জন্য ফলমূল, শাকসবব্জি ও মাংস দান করার জন্য আহ্বান জানানো হয়েছে।
টিটিএন/আরআইপি