গেন্টিং হাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত এক


প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৭ জুলাই ২০১৬

মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডের একটি পার্বত্য অবকাশ কেন্দ্রের কাছে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে উত্তর-দক্ষিণাঞ্চলীয় গেন্টিং হাইল্যান্ড মহাসড়কে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি পর্যটকদের নিয়ে পার্বত্যাঞ্চলীয় একটি পর্যটন কেন্দ্র থেকে কুয়ালালামপুরে ফিরছিল। পথে চালক হঠাৎ বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি উল্টে রাস্তার মধ্যখানে পড়ে যায়। বাসের সবাই চীনা পর্যটক বলে জানান বেন্তং জেলার পুলিশ প্রধান মোহাম্মদ মনসুর।

গেন্টিং পার্বত্য রেসকিউ বিভাগের অন্য এক মুখপাত্র বলেন, খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১৫ জনকে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করেছে এবং ১২ জনকে হোটেলে নিয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।