সালমাকে সাকিবের অভিনন্দন


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১২ জানুয়ারি ২০১৫

আইসিসির টি-২০ র‌্যাঙ্কিংয়ে নারী ক্রিকেটের সেরা বোলার ও সেরা অলরাউন্ডার হওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমাকে অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসান।

সোমবার বিকেলে সাকিব তার ফেসবুক পেজে সালমাকে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে সাকিব লিখেছেন- "নাম্বার ওয়ান টি-২০ বোলার এবং অলরাউন্ডার হয়ে ওঠাতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন কে শুভেচ্ছা ও অভিনন্দন, আমরা গর্বিত!"

প্রসঙ্গত, বোলিংয়ে সালমা নিউজিল্যান্ডের নেলসনকে পেছনে ফেলে টি-২০ ক্রিকেটের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন। সালমার রেটিং পয়েন্ট ৬৪৯। আর দ্বিতীয় অবস্থানে থাকা নেলসনের পয়েন্ট ৬৪৮।

টি-২০’র বিশ্বসেরা অলরাউন্ডার হতে সালমাকে টপকাতে হয়েছে শ্রীলংকান শশীকালা সিরিওয়ার্ধনেকে। এই লংকানের রেটিং পয়েন্ট ২৮৭। অপরদিকে ২৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠেন খুলনার মেয়ে সালমা খাতুন।

সালমা তার টি-২০ ক্যারিয়ারে ২৩টি টি-২০ ম্যাচ খেলে নিয়েছেন ২৬ উইকেট। আর ব্যাট হাতে ২৩ ইনিংসে করেছেন ৩৭৯ রান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।