ফ্রান্সে পাদ্রী হত্যার দায় স্বীকার আইএসের


প্রকাশিত: ০৬:২৮ এএম, ২৭ জুলাই ২০১৬

ফ্রান্সের রুয়েন শহরের কাছে একটি গির্জায় পাদ্রীসহ ছয়জনকে অপহরণের পর পাদ্রীকে হত্যা করা হয়। ওই হত্যার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএস দাবি করেছে তাদের দুই সাহসী যোদ্ধা ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সেইন্ট এতিয়েন্নে দু রোভরেই গির্জায় উপস্থিত হয়ে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে ওই হত্যাকাণ্ড সম্পর্কে বলেছেন, হামলাকারীরা আইএসের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তিনি এধরনের হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত হত্যা বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ফ্রান্স সর্বশক্তি দিয়ে জঙ্গিদের প্রতিহত করবে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রুয়েন শহরের কাছে অবস্থিত ওই গির্জাটিতে দুই হামলাকারী হঠাৎ করে প্রবেশ করে এক পাদ্রী, দুই সিস্টার এবং কয়েকজন প্রার্থনাকারীকে জিম্মি করে। এদের একজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে জিম্মিদের মধ্য থেকে গির্জার পাদ্রীকে হত্যা করে জঙ্গিরা।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।