বার্লিনে চিকিৎসককে গুলির পর হামলাকারীর আত্মহত্যার চেষ্টা


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৬ জুলাই ২০১৬

জার্মানির বার্লিনের একটি হাসপাতালে এক চিকিৎসকের ওপর বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দকুধারী। পরে ওই বন্দুকধারী আত্মহত্যার চেষ্টায় নিজেকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে এ ঘটনায় ওই চিকিৎসক ও বন্দুকধারী নিহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।

ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্লিনের ইউনিভার্সিটি হসপিটাল স্টেগলিজে ওই বন্দুক হামলা হয়েছে। হাসপাতালে ঢুকে চিকিৎসককে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করেছে হামলাকারী। বন্দুকধারীর গুলিতে আহত চিকিৎসক জীবিত আছেন কিনা তা স্পষ্ট নয়।

জার্মানির রাজধানী বার্লিনভিত্তিক ইউনিভার্সিটি হসপিটাল স্টেগলিজ ইউরোপের বৃহত্তম হাসপাতালগুলোর একটি।

এক সপ্তাহের মধ্যে জার্মানিতে এটি পঞ্চম হামলার ঘটনা। এর আগে শুক্রবার মিউনিখে গুলি করে নয়জনকে হত্যা করা হয়। এ ছাড়া সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় আনসবাছ শহরে উন্মুক্ত সঙ্গীতানুষ্ঠানে আত্মঘাতী হামলায় একজন নিহত হয়। আহত হয় আরো ১২জন। আশ্রয় পেতে ব্যর্থ এক সিরীয় শরণার্থী ওই হামলা চালিয়েছে। পরে জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করেছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।