হিলারির সমর্থনে মিশেল ওবামা


প্রকাশিত: ০৮:২৩ এএম, ২৬ জুলাই ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে খুব বেশি দেরি নেই। এরই মধ্যে সব ধরনের প্রচার-প্রচারণা সম্পন্ন করছেন প্রার্থীরা। এদিকে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন পেয়েছেন হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দল থেকে মনোনয়ন পেয়ে নিজের অবস্থান নিশ্চিত করেছেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প।   

আসন্ন নির্বাচনে হিলারির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই তালিকায় এবার যুক্ত হলেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। হিলারি প্রতি সমর্থন জানিয়ে মিশেল বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য হিলারি ক্লিনটনই একমাত্র যোগ্য প্রার্থী। সোমবার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট দলের কনভেনশনে হিলারি সম্পর্কে এই মন্তব্য করেন মিশেল ওবামা।

মিশেল মন থেকেই হিলারিকে সমর্থন করেছেন। তিনি বলেন, ‘এই নির্বাচনে একজনই আছেন যিনি সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। তিনি আমাদের বন্ধু হিলারি ক্লিনটন। এই নির্বাচনে আমি তার পাশে আছি।’

তিনি আরো বলেন, হিলারির কারণে আমার মেয়েরা এবং আমাদের মেয়ে এবং সব ছেলেরা একজন নারী যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারে সে বিষয়টি খুব ভালোভাবেই গ্রহণ করেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।