এয়ারএশিয়ার বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১২ জানুয়ারি ২০১৫

এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করেছেন ইন্দোনেশিয়ার উদ্ধারকর্মীরা। রোববার ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, জাভা সাগরে উদ্ধারকাজে অংশ নেওয়া নৌবাহিনীর ডুবুরিরা ব্ল্যাক বক্স উদ্ধার করেছেন।

তবে ব্ল্যাক বক্সে ফ্লাইটসম্পর্কিত তথ্য সংরক্ষিত আছে কিনা, তা নিয়ে সন্দিহান ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। মূল বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ায় ব্ল্যাক বক্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তাতে তথ্য সংরক্ষিত নেই বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ব্ল্যাক বক্সে ফ্লাইটসম্পর্কিত তথ্য সংরক্ষিত থাকে। ফলে বিমান কীভাবে বিধ্বস্ত হয়েছে, তা জানতে ব্ল্যাক বক্স অপরিহার্য।

টনি বুদিওনো নামে পরিবহণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, নৌবাহিনীর ডুবুরির বিধ্বস্ত এয়ার এশিয়ার কিউজেড৮৫০১ ফ্লাইটের একটি গুরুত্বপূর্ণ বস্তু উদ্ধার করেছেন। আর এটি হলো বিমানের ব্ল্যাক বক্স।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।