জম্মু-কাশ্মিরে ৪ পাকিস্তানি সন্ত্রাসী নিহত


প্রকাশিত: ০৭:০৫ এএম, ২৬ জুলাই ২০১৬

জম্মু-কাশ্মীরে চার পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া একজনকে জীবিত আটক করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার কাশ্মিরের কুপওয়ারার লাইন অফ কন্ট্রোলের কাছে নিরাপত্তারক্ষীদের হাতে নিহত হয় ওই সন্ত্রাসীরা।  

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, একজন সন্ত্রাসীকে জীবিত আটক করা গেছে। এটা একটা বড় অর্জন। এখন পাকিস্তানের অনেক সত্য বেরিয়ে আসবে।

স্থানীয় প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে এক কর্মকর্তা জানিয়েছেন, নওগাম সেক্টরে অভিযান চালিয়ে ওই সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে। নিহত ও আটক সন্ত্রাসীরা বিদেশী নাগরিক।

আমরা এক সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছি। আমরা তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারব বলে আশা করছি। ওই এলাকায় এখনো অভিযান চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।