চীনে বন্যায় ৩০০ জনের মৃত্যু


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ২৬ জুলাই ২০১৬

চীনে ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় এক সপ্তাহে কমপক্ষে ৩ শতাধিক মানুষ নিহত হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছে। বন্যার কারণে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হেনান এবং হেবেই প্রদেশ। ওই দুই প্রদেশের বহু মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষের মৌলিক সহায়তা বিশেষভাবে প্রয়োজন। বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে শিনহুয়া নিউজ এজেন্সি।

ওই দুই প্রদেশে প্রাকৃতিক দুর্যোগে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত ১২৫ জন নিখোঁজ রয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের সময় দায়িত্বে অবহেলার কারণে সোমবার পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।