পেশোয়ারে রক্তের দাগ মুছে স্কুল খুলছে সোমবার


প্রকাশিত: ০৫:৪৮ এএম, ১২ জানুয়ারি ২০১৫

পেশোয়ারের স্কুলে ঢুকে ছাত্র ছাত্রীদের খুন করে তালিবান জঙ্গিরা। প্রায় ২৬ দিন বন্ধ থাকার পর আজ খুলছে সেই সেনা স্কুল। এতদিন শুধু এই সেনা স্কুল নয় পাকিস্তান জুড়েই বন্ধ রাখা হয়েছিল বিভিন্ন স্কুল। আজ থেকে সব স্কুলের গেট খুলে গেল।

সেই সেনা স্কুলে এখন ভাঙা দেওয়াল। দেওয়াল জুড়ে গুলির ক্ষতও স্পষ্ট। তবে রক্তের দাগ মুছে এখন ছন্দে ফেরার চেষ্টা। সকালে প্রার্থনা করে শুরু হল স্কুল। মৃতদের শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা দেন স্কুলের প্রধান। যদিও এখন অনেক ছাত্রছাত্রীর মন জুড়ে সেদিনের আতঙ্ক। ১৬ ডিসেম্বর পেশোয়ারের এই তালিবানি হামলায় ১৩২ জন পড়ুয়া সহ ১৫০ জনের মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।