মন্ত্রীদের ফেসবুক-টুইটার ব্যবহারের নির্দেশ মোদির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২৯ জুন ২০১৪

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের মন্ত্রিসভার এমপিদের জনবান্ধব হওয়ার পরামর্শ দিয়েছেন। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর উদ্দেশ্য ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে সরকারের বার্তা জনসাধারণের কাছে পৌছানো।

সম্প্রতি নরেন্দ্র মোদি নবনির্বাচিত ১৫০ লোকসভা ও রাজ্যসভার এমপিদের সঙ্গে দুইদিনের কর্মশালার উদ্বোধন করেন। সেখানেই তিনি বিজেপি এমপিদের উদ্দেশে এসব কথা বলেন। এছাড়া কিভাবে জনজীবনে মান বজায় চলা যায়, সুশাসনের বার্তা জনগণের কাছে পৌছানো যায় সে ব্যাপারেও কথা বলেন মোদি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।