মোদির প্রশংসায় পঞ্চমুখ জন কেরি


প্রকাশিত: ০৩:৫২ এএম, ১২ জানুয়ারি ২০১৫

বিনিয়োগ বাড়ানোর ভাইব্রান্ট গুজরাট সম্মেলনে এসে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন। জন কেরী বলেছেন,‘নরেন্দ্র মোদির মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়া খুবই প্রশংসনীয় ঘটনা। মোদি খুবই সাধারণ মানুষ। তিনি গুজরাটকে সম্ভাবনাময় রাজ্যে পরিণত করেছেন।

জন কেরি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সফরের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। আসন্ন প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করার জন্য তিনি বিশেষ  উৎসাহী হয়ে আছেন। ভারতের প্রধানমন্ত্রীর নিজ শহরে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। মোদি একটি ছোট রাজ্য থেকে বেরিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, এতেই বোঝা যাচ্ছে, ভারত পরিবর্তন হচ্ছে। মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ একটা বড় সুযোগ। আমরা ভারতের সঙ্গে মজবুত সম্পর্ক চাই।

জন কেরি মোদির সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানের অনুকরণে বলেন, ‘আমরা সবার সাথে, সবার উন্নয়ন চাই।

শনিবার গুজরাটের গান্ধীনগরে গুজরাট সরকারের কর্মসূচি ভাইব্রান্ট গুজরাট সম্মেলন শুরু হয়েছে। ১১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৩ জানুয়ারি অবধি চলবে বিনিয়োগ বাড়ানোর এই সম্মেলন। এতে দেশ বিদেশের বড় বড় শিল্পপতি ও রাজনৈতিক নেতারা উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনের উদ্বোধন করেন। ভাইব্রান্ট গুজরাট সম্মেলনে জাতিসঙ্ঘের মহাসচিব বান কি মুন, গুজরাটের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।