পশ্চিমবঙ্গে অস্ত্র কারখানার সন্ধান
পশ্চিমবঙ্গের মালদহ জেলার খাসপুর গ্রামে মাটির নিচে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে রাজ্য পুলিশ। ওই গ্রামটি বাংলাদেশ সীমান্ত থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত।
শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ ওই কারখানাটির সন্ধান পায়। এ সময় মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। অস্ত্র তৈরির অভিযোগে গ্রেফতার হওয়া একজন হলেন মুঙ্গেরের বাসিন্দা নজরুল ইসলাম। অপর দুইজনের নাম জানা যায়নি।
মালদহের পুলিশ সুপার প্রসূণ বন্দ্যোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে এখানে অস্ত্র তৈরি করে তা পাচারের কাজ চলছিল। এ অস্ত্র তৈরি করে জঙ্গিদের কাছে বা বাংলাদেশে পাঠানো হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, একটি বাড়ির পাশে ফাঁকা জায়গায় মাটিতে গর্ত করে অস্থায়ী ঘর তৈরি করে অস্ত্র তৈরি করা হত। গ্রামবাসীদের চোখে ধুলো দিতে গর্তের ওপর ছাউনি দিয়ে, সেখানে জ্বালানি কাঠ বোঝাই করে রেখেছিল অস্ত্র কারিগররা। ভারতের মুঙ্গের থেকে কারিগর এনে মাটির নিচে তৈরি কারখানায় থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কারিগরদের প্রতিটি আগ্নেয়াস্ত্র তৈরির পারিশ্রমিক হিসেবে এক হাজার টাকা করে দেওয়া হত। অস্ত্র তৈরির অভিযোগে উদ্ধার হয়েছে পাইপগান, নাইন এমএম পিস্তল-সহ প্রচুর আগ্নেয়াস্ত্র ও যন্ত্রাংশ।