তুরস্কে ৪২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ১১:০৫ এএম, ২৫ জুলাই ২০১৬

তুরস্ক কর্তৃপক্ষ দেশটির অন্তত ৪২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সোমবার এ পরোয়ানা জারি করা হয়েছে বলে তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটিতে ১৫ জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর কঠোর পদক্ষেপের অংশ হিসেবে সাংবাদিকদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হলো। তুরস্কের প্রখ্যাত ধারাভাষ্যকার ও সাবেক সংসদ সদস্য নাজিল লিক্যাকের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।

আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও তুরস্ক কর্তৃপক্ষ দেশটির অন্তত ৬০ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী আটক অথবা বরখাস্ত করেছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, চাকরিচ্যুতদের মধ্যে বেসরকারি স্কুল শিক্ষক ও বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ অনুষদ প্রধানরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

এ ছাড়া ২৪টি রেডিও এবং টিভি চ্যানেলের লাইসেন্সও বাতিল করা হয়েছে। অভ্যুত্থান চেষ্টায় অন্তত ৩০০ জনের প্রাণহানি ঘটেছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।