মালয়েশিয়ায় নৌডুবিতে ৮ জনের মৃত্যু


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২৫ জুলাই ২০১৬

মালয়েশিয়ায় নৌডুবিতে ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশের ওই দুর্ঘটনায় আরো ২০ জন নিখোঁজ হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে ৬২ জন যাত্রী ছিল। এরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। ধারণা করা হচ্ছে, নৌকার যাত্রীরা সবাই অবৈধ শরণার্থী।

দুর্ঘটনার পর ৩৪ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। উপকূলরক্ষীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

উদ্ধার হওয়া এক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার গর্ভবতী দুর্ঘটনার সময় তার সঙ্গেই ছিলেন। কিন্তু তিনি তার স্ত্রীকে বাঁচাতে পারেননি। তিনি ওই দুর্ঘটনাকে ভয়ংকর দুঃস্বপ্ন বলে উল্লেখ করেছেন।

ডুবে যাওয়া নৌকা থেকে যাদের উদ্ধার করা হয়েছে তাদের রাজ্যের অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা ওই অভিবাসীদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। এ বিষয়টি তদন্ত করা হচ্ছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।