ইমেইল ফাঁসের জেরে ডেমোক্র্যাট প্রধানের পদত্যাগ
উইকিলিকসে প্রকাশিত কয়েক হাজার ইমেইল নিয়ে তীব্র সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডেমোক্রেট দলের প্রধান ডেবি ওয়াসারমান শুলজ। ডেমোক্র্যাট ন্যাশনাল কনভেনশনের মাত্র কয়েক ঘণ্টা আগেই দলীয় ঐক্য ধরে রাখতে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।
স্যান্ডার্স ও তার সমর্থকদের তীব্র সমালোচনার মুখেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ডেবি ওয়াসারমান। এক বিবৃতিতে তিনি বলেন, কনভেনশন শেষ হওয়ার পরই তিনি দলের প্রধানের পদ থেকে সরে যাবেন।
এদিকে, ফিলাডেলফিয়ায় আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেতে যাচ্ছেন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন। অপরদিকে, ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স জানিয়েছেন, ডেমোক্র্যাট দলের প্রধানের পদে ডেবি ওয়াসারমানের থাকা উচিত নয়।
এবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে স্যান্ডার্স বলেছেন, ‘আমি মনে করি ফাঁস হওয়া ইমেইলগুলোই প্রমাণ করছে ডেমোক্র্যাট দলের চেয়ারে তার (ডেবি ওয়াসারমান) থাকা উচিত নয়।’
উইকিলিসের ওয়েবসাইটে ২২ জুলাই ১৯ হাজারের বেশি ডিএনসির ডেমোক্র্যাট দলের সাত শীর্ষ নেতার ব্যক্তিগত ইমেইল প্রকাশিত হয়েছে।
কিছু ইমেইল স্যান্ডার্সের নির্বাচনী প্রচারণা ক্ষতিগ্রস্ত করে হিলারিকে সুবিধা পাইয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
টিটিএন/আরআইপি