চীনে সাফারি পার্কে বাঘের আক্রমণে নারীর মৃত্যু (ভিডিও)


প্রকাশিত: ০৩:৩৬ এএম, ২৫ জুলাই ২০১৬

চীনের রাজধানী বেইজিংয়ের একটি সাফারি পার্কে বাঘের আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। বাঘের আক্রমণে আরো এক নারী আহত হয়েছেন।

চীনা সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাদালিং নামের উদ্যানটিতে দর্শকরা নিজেদের গাড়ি চালিয়ে ঘুরে ঘুরে বন্যপ্রাণীদের দেখতে পারেন। তবে তাদের সতর্ক করে দেয়া হয় যেন তারা গাড়ি থেকে বের না হন।

কিন্তু ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, একজন মহিলা গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়িয়েছিলেন। তার পরই একটি বাঘ এসে তার ওপর আক্রমণ করে এবং তাকে টেনে নিয়ে যায়।

এ ঘটনা দেখে আরেক মহিলা তাকে উদ্ধার করতে লাফিয়ে গাড়ি থেকে বের হয়ে আসার পর আরেকটি বাঘ তাকেও আক্রমণ করে। দ্বিতীয় মহিলাটি বাঘের হাতে নিহত হন।

পার্কের নিরাপত্তারক্ষীরা কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু তারা মহিলাটিকে বাঁচাতে পারেন নি।

বাঘের আক্রমণে দুই মহিলার সঙ্গে আরেকজন পুরুষ ওই গাড়িতে ছিলেন। তিনিও তাদের রক্ষা করতে বেরিয়ে এসেছিলেন, তবে তিনি আহত হন নি।

পার্কের কর্মকর্তারা এ ঘটনা নিয়ে কোন মন্তব্য করেন নি। তবে তারা বলছেন, খারাপ আবহাওয়ার কারণে পার্কটি এখন বন্ধ আছে।



টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।