জার্মানিতে আত্মঘাতী হামলায় নিহত ১


প্রকাশিত: ০৩:০০ এএম, ২৫ জুলাই ২০১৬

জার্মানির দক্ষিণাঞ্চলীয় আনসবাছ শহরে উন্মুক্ত সঙ্গীতানুষ্ঠানে আত্মঘাতী হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২জন। আশ্রয় পেতে ব্যর্থ হয়েছে এমন এক সিরীয় শরণার্থী ওই হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ ।

একটি জনপ্রিয় সঙ্গীতানুষ্ঠানের প্রবেশদ্বারের কাছের একটি পানশালায় হামলা চালায় সিরীয় শরণার্থী।

ব্যাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ২৭ বছর বয়সী ঐ ব্যক্তিকে সঙ্গীত উৎসবে প্রবেশ করতে দেয়া হয়নি বলেই সে ঐ বিস্ফোরণ ঘটিয়েছে।

শহরের মেয়র বলেছেন বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

উৎসবস্থল থেকে প্রায় আড়াই হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এক সপ্তাহের মধ্যে জার্মানিতে এটি তৃতীয় হামলার ঘটনা।

এর আগে শুক্রবার মিউনিখে গুলি করে নয়জনকে হত্যা করা হয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।