বেলুনে বিশ্ব ভ্রমণে নতুন রেকর্ড


প্রকাশিত: ০২:৫১ এএম, ২৪ জুলাই ২০১৬

বেলুন নিয়ে বিরতিহীন বিশ্ব ভ্রমণে নতুন রেকর্ড গড়লেন রাশিয়ার ফিয়দর কোনিউখভ (৬৫)। তার ক্রু এ তথ্য জানিয়ে বলেন, কোনিউখভের বেলুন সরাসরি অস্ট্রেলিয়ার নর্থাম শহরের বিমানঘাঁটি পাড়ি দিয়েছে। এ শহর থেকেই ১১ দিন আগে তিনি যাত্রা শুরু করেন।

ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশন বিষয়টি নিশ্চিত করলে বলা যাবে তিনি বেলুন নিয়ে বিশ্ব ভ্রমণে মার্কিন নাগরিক ফসেটকে ছাড়িয়ে গেলেন।
ফসেট ২০০২ সালে ১৩ দিন ৮০ ঘণ্টায় বেলুনে বিশ্ব ভ্রমণ করে রেকর্ড গড়েন। সেক্ষেত্রে কোনিউখভের সময় লেগেছে ১১দিন ও ছয় ঘণ্টা।

শনিবার দিনের শেষে ফিয়দর কোনিউখভ অবতরণ করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড হয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দেন। এরপর দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ মহাসাগর হয়ে ফের অস্ট্রেলিয়া ফেরেন।

তার ক্রু আরো জানান, ৫৬ মিটার উচ্চতার বেলুনটিতে হিলিয়াম গ্যাস ও গরম বাতাস ব্যবহার করা হয়েছে। পুরো বিশ্ব ভ্রমণে ফিয়দর কোনিউখভের সময় লেগেছে ১১ দিন ছয় ঘণ্টা।

এদিকে তাৎক্ষণিভাবে ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।