চীনের তিন সাংবাদিককে বহিষ্কার করেছে ভারত


প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৩ জুলাই ২০১৬

চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়ার তিন সাংবাদিককে বহিষ্কার করেছে ভারত। দেশটিতে কাজ করতে ওই তিন সাংবাদিকের ভিসা নবায়নে অস্বীকৃতি জানিয়েছে নয়াদিল্লি। এমন এক সময় দিল্লি ওই তিন সাংবাদিকের ভিসা নবায়নে অস্বীকৃতি জানালো যখন দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে শনিবার বলা হয়েছে, আগামী ৩১ জুলাই’র মধ্যে সিনহুয়ার ওই তিন সাংবাদিককে ভারত ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তারা হলেন, সাংবাদিক উ কিয়াং, নয়াদিল্লির সিনহুয়া ব্যুরো লু ট্যাং এবং মুম্বাই প্রতিনিধি সে ইয়ংগেং।

তবে ভিসা পুন-নবায়ন না করার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এ ছাড়া বেইজিংয়ে সিনহুয়ার সঙ্গে হিন্দুস্তান টাইমস যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।