হাসান আলী বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত


প্রকাশিত: ০৭:২২ এএম, ২৯ জুন ২০১৪

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সৈয়দ মো. হাসান আলী বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন তৈরি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রোববার সকালে ধানমণ্ডির সেফহোমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খান এ কথা জানায়।

হান্নান খান বলেন, হাসান আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, নির্যাতন মোট ছয়টি ঘটনায় ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ, ১২৫টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

আজ রোববারই তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে জমা দেওয়া হবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।