জার্মানির শপিং মলে হামলায় বন্দুকধারী একাধিক


প্রকাশিত: ০৯:১২ পিএম, ২২ জুলাই ২০১৬

জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে হামলায় একাধিক বন্দুকধারী অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এ হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হামলা চালানোর চার ঘণ্টা পরেও বন্দুকধারীদের ধরতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, বন্দুকধারীরা সংখ্যায় তিনজন ছিল। কালো মুখোশ পড়ে হামলা চালিয়ে শপিং মলটির আন্ডারগ্রাউন্ড দিয়ে পালিয়ে গেছে তারা।

উল্লেখ্য, জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে অস্ত্রধারীদের হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেলে এ হামলা হয় বলে জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সূত্রে জানা গেছে।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।