জাকির নায়েকের সহযোগী আটক


প্রকাশিত: ১০:৩৪ এএম, ২২ জুলাই ২০১৬

ভারতের ইসলামিক বক্তা, লেখক এবং গবেষক জাকির নায়েকের ইসলামিক রিসার্স ফাউন্ডেশনের একজন কর্মকর্তাকে আটক করেছে মুম্বাই পুলিশ। ইসলামিক স্টেটের (আইএস) জন্য কর্মী সংগ্রহের অভিযোগে আরশিদ কুরেশি নামের ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।  

২০০৪ সাল থেকে ইসলামিক রিসার্স ফাউন্ডেশনের কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন আরশিদ। ৪৪ হাজার রুপির বিনিময়ে তাকে নিয়োগ দেয়া হয়েছিল। মহারাষ্ট্রের সন্ত্রাস দমনকারী বিশেষ দল এবং কেরলা পুলিশের যৌথ উদ্যোগে বুধবার রাতে তাকে নভি মুম্বাই থেকে আটক করা হয়। ।

তার বিরুদ্ধে কেরলা রাজ্য থেকে আইএসের জন্য কর্মী নিয়োগের অভিযোগ উঠেছে। মহরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী ইউনিট এবং কেরালা পুলিশের এক যৌথ দল বুধবার তাকে মুম্বাইয়ের একটি ফ্ল্যাট থেকে আটক করে।

আরশাদের বিরুদ্ধে গত মাসেই মামলা দায়ের করেছিল কেরালা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে মেজিস্ট্রেটের আদালতে তোলা হয়। ইতোমধ্যে কেরলা থেকে ২১জনের নিখোঁজ তালিকা প্রকাশ করা হয়েছে। তারা আইএসে যোগ দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।