শপথ নিলেন সিরিসেনা
শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মাইথ্রিপালা সিরিসেনা। শুক্রবার রাজধানী কলম্বোর স্বাধীনতা চত্ত্বরে নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সিরিসেনা। এই স্থানেই ১৯৪৮ সালে বৃটিশ উপনিবেশিক শাসকেরা শ্রীলঙ্কার কাছে তাদের স্বাধীনতা অর্পণ করেন।
এর আগে বৃহস্পতিবার অনুষ্টিত নির্বাচনে ৫১.৩ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেন তিনি। রাজাপাকসে পান ৪৭.৬ শতাংশ ভোট। সিরিসেনা রাজাপাকসের সরকারের মন্ত্রিসভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
৬৩ বছর বয়সী মৃদুভাষী সিরিসেনা সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকেও ধন্যবাদ জানিয়েছেন স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য।