খুনে ২য়, ধর্ষনে ৩য় ভারত


প্রকাশিত: ০৫:২৯ এএম, ২৪ জুলাই ২০১৪

বছরজুড়ে ধর্ষণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারতের নাম। আর খুনে এই দেশ দ্বিতীয়। রাজ্যসভা সূত্রে বুধবার এমনটাই জানা গেছে।

রাজ্যসভা সূত্রে খবর, ২০১০ সালে বিশ্বে ধর্ষণের নিরিখে শীর্ষে থাকা দশটি দেশের মধ্যে ভারত তৃতীয়। ২০১২ সালে খুনের সংখ্যার বিচারে এই দেশ দ্বিতীয়। ‌ইউএন ক্রাইম ট্রেন্ড সার্ভে`র রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য।

পরিসংখ্যান বলছে, ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ৮৫ হাজার ৫৯৩টি ধর্ষণের অভিযোগ নথিভূক্ত হয়। ব্রাজিলে ৪১ হাজার ১৮০টি। সে বছর ভারতে ধর্ষণের ঘতনা ঘটে ২২ হাজার ১৭২টি।

খুনের ঘটনায় ব্রাজিল সবচেয়ে এগিয়ে। ২০১২ সালে সে দেশে ৫০ হাজারেরও বেশি খুন হয়। তারপরেই ভারত। ভারতে খুনের ঘটনা ৪৩ হাজার ৩৩৫ যা পাকিস্তান থেকেও অনেক পিছিয়ে। সেবার পাকিস্তানে খুন হয়েছে ১৩ হাজার ৮৪৬টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।