ছত্তিশগড়ে এইডস আক্রান্ত ১৫৮৮ জনের মৃত্যু


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২০ জুলাই ২০১৬

ভারতের ছত্তিশগড়ে গত তিন বছরে এইডস আক্রান্ত হয়ে প্রায় ১ হাজার ৫শ ৮৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিধানসভার তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অমিত জোগি বিধানসভায় একটি লিখিত প্রশ্ন করলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অজয় চন্দ্রকর জানান, ছত্তিশগড়ে ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে ৮ হাজার ৯শ ৭৮ জন এইডসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রায় ১ হাজার ৫শ ৮৮ জন এইডস আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এইডস নিয়ন্ত্রণে আনতে ১১ জন সহকারি পরিচালক এবং ছয় জন উপ-পরিচালকসহ ২০টি শূন্য পদে প্রোগ্রাম অফিসার নিয়োগ দেয়া হবে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।