তুরস্কে সাড়ে ১৫ হাজার শিক্ষা কর্মকর্তা বরখাস্ত


প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৯ জুলাই ২০১৬

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত সন্দেহে দেশটির নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনিপন্থী ১৫ হাজার ২০০ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। তবে বরখাস্তকৃত কর্মকর্তাদের বিষয়ে এখনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। খবর বিবিসির।

দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম যুক্তরাষ্ট্রে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনির সমর্থকদের তুরস্ক থেকে মূল উৎপাটনের ঘোষণা দেয়ার পরপরই শিক্ষা কর্মকর্তাদের বরখাস্তের ঘোষণা দেওয়া হলো।

শুক্রবার তুরস্কে সেনা অভ্যুত্থানে জড়িত সন্দেহে ৮ হাজার পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়। এ ছাড়া দেশটির বিচার বিভাগের সদস্য ও সেনাবাহিনীর জেনারেলসহ আরো অন্তত ৬ হাজার জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দেশটির একটি আদালত অন্তত ৮৫ জন সেনাবাহিনীর জেনারেল ও অ্যাডমিরালের কারাদণ্ড দিয়েছেন।  

সোমবার প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দেশটির তিন লাখেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিলের ঘোষণা দেয়ার পর ইস্তাম্বুলের মেয়রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তুরস্ক সরকার বলছে, সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের সঙ্গে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন জড়িত। বর্তমানে গুলেন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।