আইএসের ৩২২২ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা


প্রকাশিত: ১০:২৭ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএস) তিন হাজার ২২২টি লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী। হামলায় সেগুলোকে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৪ সালের অগাস্ট থেকে এ হামলাগলো চালানো হয় বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, লক্ষ্যগুলোর মধ্যে আইএসের ৫৮টি ট্যাঙ্ক, ১৮৪টি হুমভি যান, ৬৭৩টি অবস্থান ও ৯৮০টি ভবন বা ব্যারিকেড রয়েছে। তবে ঠিক কতগুলো লক্ষ্য ক্ষতিগ্রস্ত আর কতগুলো ধ্বংস হয়েছে তার সঠিক সংখ্যা বিবৃতিতে উল্লখ করা হয় নি।

পেন্টাগনের মুখপাত্র সেনা কর্নেল স্টিভ ওয়ারেন জানান, ধ্বংসের মাত্রা উচ্চ ছিল এটি নিশ্চিত আমি। আমাদের আঘাতগুলো অসাধারণ নিখুঁত ছিল। আইএসের  তিন হাজার ২২২টি লক্ষ্যে হামলার কথা জানালেও এতে জঙ্গিগোষ্ঠীটির কত শতাংশ রসদ ধ্বংস হয়েছে তা জানাতে অস্বীকার করেন ওয়ারেন। তিনি বলেন, তাদের সম্পর্কে আমরা কতোটা জানি তা আমাদের শত্রুদের জানাতে চাই না আমরা।

পেন্টাগনের অপর এক মুখপাত্র জানান, ৮ অগাস্ট থেকে আন্তর্জাতিক সময় বুধবার ভোর ৪টা পর্যন্ত যুক্তরাষ্ট্র ও জোট বাহিনী ইরাক ও সিরিয়ায় আইএসের  অবস্থানে এক হাজার ৬৭৬টি বিমান হামলা পরিচালনা করেছে। এসব হামলায় চার হাজার ৭৭৫টি ক্ষেপণাস্ত্র ও গোলা ব্যবহার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।