ভারতে মাওবাদী হামলায় ১০ পুলিশ নিহত


প্রকাশিত: ০৫:৩৫ এএম, ১৯ জুলাই ২০১৬

ভারতের বিহার রাজ্যের আওরঙ্গবাদ জেলায় মাওবাদী বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১০ পুলিশ নিহত হয়েছেন। সোমবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। নিহতরা ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কোবরা দলের সদস্য। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সোমবার বিকেলে চাকারবান্দা-দুমারিনালা জঙ্গলে অভিযানে অংশ নিয়েছিল ওই পুলিশ সদস্যরা। এ সময় মাওবাদী গেরিলাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারায় আট পুলিশ। ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়ার সময় মারা যায় হামলায় আহত আরও দুই পুলিশ।

পরে এ ঘটনার জের ধরে নকশাল বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় পুলিশ। ওই বন্দুকযুদ্ধে মারা যায় চার বিদ্রোহী। সারা রাত ধরে ওই জঙ্গলে অভিযান অব্যাহত থাকে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।