কান্দিল বেলুচ হত্যায় ধর্মীয় নেতাকে তলব


প্রকাশিত: ০৫:০৮ এএম, ১৯ জুলাই ২০১৬

সম্প্রতি পাকিস্তানের বিতর্কিত মিডিয়া তারকা কান্দিল বেলুচকে হত্যা করেছেন তার ভাই ওয়াসিম বেলুচ। গত মাসে কান্দিল বেলুচ দেশটির ধর্মীয় নেতা মুফতি আব্দুল কাভির সঙ্গে সেলফি তুলে পোষ্ট করায় দলের দুটি গুরুত্বপূর্ণ পদ থেকে ওই নেতাকে বরখাস্ত করা হয়। খবর বিবিসির।

ওই হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাভিকে তলব করেছে একটি তদন্তকারী সংস্থা।   

বেলুচের নিহত হওয়ার খবর শুনে এর আগে কাভি মন্তব্য করেছিলেন, পাকিস্তানে ধর্মীয় নেতাদের নিয়ে মজা করবেন এমন সবার জন্যই এ ঘটনাটি একটি শিক্ষা হবে। তবে কান্দিলকে মাফ করে দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

বেলুচের হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন কাভি। পুলিশের জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার বিষয়েও সম্মতি জানিয়েছেন তিনি।

পরিবারের সম্মান নষ্ট করার অভিযোগে বেলুচের ভাই গত সপ্তাহে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। রোববার কান্দিল বেলুচকে তাদের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

এদিকে, কান্দিলের ভাই ওয়াসিম বেলুচ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন। তাকে আটক করেছে পুলিশ। ওয়াসিম জানিয়েছেন, মুসলিম নেতার সঙ্গে ছবি প্রকাশের পরেই তিনি তার বোনকে হত্যার সিদ্ধান্ত নেন।

গত ১৪ জুলাই ফেসবুকে কান্দিল বেলুচ এক পোস্টে বলেন, আমি আধুনিক যুগের একজন নারীবাদী। আমি সাম্যে বিশ্বাস করি। নারী হিসেবে আমি কেমন হবো সেটা আমাকে ঠিক করতে হবে। আমার মনে হয় না শুধু সমাজের জন্যে নারীদের চলতে হবে। আমি মুক্তচিন্তা ও মুক্তমনের একজন নারী। আমি এই আমাকেই ভালোবাসি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।