তুরস্ক ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৭ জুলাই ২০১৬

তুরস্ক ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তুরস্কের শুক্রবার রাতের আকস্মিক সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাওয়ার পর শনিবার এ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। ওই সামরিক অভ্যুত্থানে এ পর্যন্ত কমপক্ষে ২৬৫ জন নিহত হয়েছে।

তুরস্কের বেশ কয়েকজন জেনারেল পদমর্যাদার সেনা কর্মকর্তাসহ প্রায় তিন হাজার সৈন্যকে আটক করা হয়েছে। এর আগে সামরিক এক মুখপাত্র বলেন, অভ্যুত্থান চেষ্টাকারী সেনাদের বেশিরভাগই বিমানবাহিনী, মিলিটারি পুলিশ এবং সাঁজোয়া ইউনিটের সদস্য।

একইসঙ্গে কর্তৃপক্ষ আড়াই হাজারের বেশি বিচারককে অপসারণের ঘোষণা দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্কে আকস্মিক ওই সামরিক বিদ্রোহের ঘটনায় নাগরিকদের সব সময় সতর্ক থাকতে হবে। সন্ত্রাসী সংগঠনগুলোর অব্যাহত হুমকি এবং অভ্যুত্থান প্রচেষ্টার ঘটনায় নাগরিকদের সতর্ক থাকতে হবে।

তুরস্কের বর্তমান অবস্থার প্রেক্ষিতেই এই সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে, শুক্রবার ব্যর্থ অভ্যুত্থানের পর অনিশ্চয়তার কারণে মার্কিন সরকার তুরস্কের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।