তুরস্কের ২৭৪৫ বিচারক বরখাস্ত


প্রকাশিত: ০১:৫১ পিএম, ১৬ জুলাই ২০১৬

তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর ২ হাজার ৭৪৫ বিচারককে বরখাস্ত করা হয়েছে। দেশটির হাই কাউন্সিল অব জাজেজ অ্যান্ড প্রসিকিউটরস এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। খবর রয়টার্সের।

কেন তাদের বরখাস্ত করা হয়েছে, তার কোনো ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে মোট ২৬৪ জন নিহত হয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব
এরদোয়ানের নেতৃত্বাধীন সরকারি বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক হলেন ১৬১ জন।

অভ্যুত্থানকারীদের মধ্যে ১০৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ১৪০ জন।

এদিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই গণগ্রেফতার চালাচ্ছে দেশটির প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ হাজার ৮৪৯ জন সেনা সদস্যকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসএইচএস/আরআইপি/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।