তাইওয়ানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৫১


প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২৩ জুলাই ২০১৪

তাইওয়ানে ট্রান্স এশিয়ান এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ট্রান্স-এশিয়ান এয়ারওয়েজের বিমানটি প্যাগংয়ে জরুরি অবতরণ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তাইওয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ) এ সংবাদ জানায়।

সিএনএ জানায়, দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি ৫৪ জন যাত্রী নিয়ে তাইওয়ানের কোয়াসাং বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। দেশটির পশ্চিম উপকূলের প্রধান দ্বীপ প্যাঙ্গো আইল্যান্ডে বিমানটি ঝড়ো আবহাওয়ার কবলে পড়লে জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়। এ সময় ৪৫ জন যাত্রী মারা যায় এবং নয়জন গুরুতর আহত হয়।  তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এদিকে এপির বরাত দিয় এবিসি নিউজ জানায়, ঝড়ো আবহাওয়ার কারণে বিমানটি প্যাগংয়ে জরুরি অবতরণ করতে গিয়ে প্রথমবার ব্যর্থ হয়। পরে দ্বিতীয়বার অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। সূত্র: আল-জাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।