ফ্রান্সে জাতীয় দিবসের অনুষ্ঠানে ট্রাক হামলায় নিহত ৭৭


প্রকাশিত: ০২:২৮ এএম, ১৫ জুলাই ২০১৬

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে জাতীয় দিবস উদযাপনের সময় ট্রাক হামলায় অন্তত ৭৭জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে জরুরি অবস্থা আরো তিন মাস বাড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বাস্তিল দিবস উদযাপন উপলক্ষে শহরের বিখ্যাত প্রমেনেদ দে আঁগলাইস এ হর্ষোৎফুল্ল জনতা যখন আতশবাজি পুড়িয়ে আনন্দ উদযাপনে মত্ত তখনই দ্রুতগতির একটি ট্রাক ইচ্ছে করেই চালক উঠিয়ে দেন জনতার উপর।   

Nis-France

টুইটারে প্রকাশিত একটি ছবিতে দেখা যায় প্রায় অনেক আহত-নিহত মানুষ রাস্তার ওপর পড়ে আছেন। শহরের বর্তমান মেয়র (রিজিওনাল কাউন্সিল অব প্রভেঁস-আল্পস কো-তে দ্য আজুর-এর প্রধান) ক্রিস্তঁ এস্তরোসি শহরের বাসিন্দাদের উদ্দেশে এক টুইট বার্তায় বলেন, ‘প্রিয় নগরবাসী, ট্রাকচালক বহুলোকের মৃত্যু ডেকে এনেছে’।

এ ঘটনাকে পরিকল্পিত হামলা উল্লেখ করে মেয়র শহরের বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, গুলির শব্দ শুনতে পেয়ে প্রথমে ধারণা করেছিলেন এগুলো আতশবাজির শব্দ। এরপর সবখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমিও দৌড়ে পালাচ্ছিলাম। আমরা দৌড়াচ্ছিলাম কারণ আমরা চাচ্ছিলাম কোনো একটা হোটেলে প্রবেশ করে নিজেদের নিরাপদ রাখতে।

এদিকে এধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের তিব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাক ওবামা।

এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।