দক্ষিণ সুদানে ৩ দিনের সহিংসতায় নিহত ১৫০


প্রকাশিত: ১১:৪৪ এএম, ১০ জুলাই ২০১৬

দক্ষিণ সুদানের রাজধানী জুবাতে বর্তমান প্রেসিডেন্ট সালভা কির এবং ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত দেড় শতাধিক নিহত হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এ সহিংসতা এখনো চলছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

রোববার সকালেও শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গোলাগুলির খবর পাওয়া গেছে। সহিংসতা তীব্র আকার ধারণ করেছে।

শনিবার দেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে শুক্রবার প্রেসিডেন্ট সালভা কিরের সাথে ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের বৈঠক হয়। বৈঠক চলার সময়ই দুপক্ষের মধ্যে সহিংসতা শুরু হয়।

সহিংসতায় এখন পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট মাচারের মুখপাত্র উইলিয়াম গাতজিয়াথ এই সহিংস পরিস্থিতির জন্য সরকারি সেনাদের দায়ী করেছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।