ফকিরাপুলে হোটেলে খুন : মূলহোতা গ্রেফতার


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৬ জানুয়ারি ২০১৫

রাজধানীর ফকিরাপুলে একটি হোটেলে দূর্বৃত্তদের গুলিতে শিপিং কোম্পানী কর্মচারি আব্দুল হামিদ খুনের ঘটনায় মূলহোতা মাইনুদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। মঙ্গলবার বিকেলে র‌্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এস তথ্য জানান র‌্যাব-৩ এর সিও লে. কর্ণেল খন্দকার গোলাম সারোয়ার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ সদস্যরা চট্টগ্রাম থেকে মাইন উদ্দিনকে আটক করে। মাইনুদ্দিনকে আব্দুল হামিদ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে।

লে. কর্ণেল খন্দকার গোলাম সারোয়ার বলেন, গত ১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর ফকিরাপুলে মতিঝিল হোটেলের দ্বিতীয় তলার ২০১ নম্বর কক্ষে ওঠেন আবদুল হামিদ। সন্ধ্যার দিকে পাশের একটি কক্ষে বসে ফোনে কথা বলছিলেন তিনি। এ সময় দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ওই দিন এ ঘটনায় নিহত হামিদের সঙ্গে থাকা তোফায়েল ও হান্নান নামে দুইজনকে গ্রেফতার করা হয়। ঘটনায় পরদিন মামলা হয়। সেখানে অন্যতম আসামী মাইন উদ্দিনসহ কয়েকজনকে আসামী করে মামলা করা হয়।

সেই মামলার প্রেক্ষিতেই সন্দেহভাজন হিসেবে মাইন উদ্দিনকে গ্রেফতার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।