বাংলাদেশের পাশে থাকবে ভারত : প্রণব মুখার্জি
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের ‘ভাই-বোনদের’ পাশে থাকার অঙ্গীকারের কথা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
বৃহস্পতিবার শোলাকিয়ায় হামলার পর এক টুইটে প্রণব মুখার্জি বলেন, ‘এই সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারত সরকার শক্তভাবে আমাদের বাংলাদেশের ভাই-বোনদের পাশে থাকবে।’
শোলাকিয়ার সন্ত্রাসী হামলার পর একাধিক টুইট করেন ভারতের রাষ্ট্রপতি। একটি টুইটে হামলায় জড়িত লোকজনের কঠোর ভাষায় নিন্দা জানান তিনি।
বাংলাদেশের জনগণ ও সরকার উগ্রপন্থা ও সহিংসতার অপশক্তির বিরুদ্ধে সাহসী সংগ্রামে লিপ্ত আছে বলে মন্তব্য করেন ভারতের রাষ্ট্রপ্রধান। আরেক টুইটে এসব শক্তিকে পরাজিত করার জন্য বাংলাদেশ সরকারকে ভারত সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলে জানান প্রণব মুখার্জি।
এর আগে রাজধানীর গুলশানের ক্যাফেতে জঙ্গি হামলার পরও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশের জামাই প্রণব মুখার্জি।
জেএইচ