সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশে আজ ঈদ
আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্যান্য দেশগুলোতে চলছে ঈদের আনন্দ। রমজানের রোযা শেষে সম্প্রতি, আনন্দ আর ভালোবাসার বার্তা নিয়ে এসেছে ঈদ। ঘরে ঘরে আজ অনাবিল আনন্দ।
সোমবার রাতে সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
এ বছর ৩০টি রোযা রেখেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। কাল মুসল্লিরা শেষ ইফতার করেছেন। আজ সবার ঘরে ঘরে ঈদের আনন্দ।
রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকে। এ মাস সংযমের মাস। এ মাসে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করে থাকেন।
ঈদের দিনের শুরুতেই সকালে ঈদের নামায আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবাই নিজেদের আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবের বাড়িতে বেড়াতে গিয়েছেন। তবে এই দিনটি সবচেয়ে বেশি আনন্দে কেটেছে শিশুদের। তারা পুরো দিন এখানে সেখানে ঘুরে আনন্দ করেছে।
এদিকে, বাংলাদেশেও ৩০টি রোযা পালন করা হচ্ছে। এখানে ঈদ হবে বৃহস্পতিবার। আজই শেষ ইফতার করবেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
তবে মঙ্গলবার ঈদ উদযাপন করেছে তুরস্ক। সে হিসেবে সবার আগে ঈদ পালন করল দেশটি।
টিটিএন/পিআর