নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১০


প্রকাশিত: ০৫:১৩ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

নারায়ণগঞ্জ শহরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ অন্তত দশজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরের খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে। বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে খানপুর থেকে একটি মিছিল বের করে বিএনপি। মিছিলটি শহরের চাষাঢ়ার দিকে আসলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়।

এ সময় পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটালে পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড ফাঁকা গুলি ছড়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।