টেক্সাসে মসজিদের বাইরে মুসলিম চিকিৎসককে হত্যার চেষ্টা


প্রকাশিত: ০৭:৫০ এএম, ০৪ জুলাই ২০১৬

টেক্সাসে একটি মসজিদের বাইরে এক চিকিৎসককে গুলি ও ছুরিকাঘাতের পর হত্যার চেষ্টা করা হয়। ওই ব্যক্তি ফজরের নামায পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন।

বেলাইরি এলাকার কাছে অবস্থিত মাদ্রাসা ইসলামিয়া নুর মসজিদের মুখপাত্র মোহাম্মদ ইমাদুদ্দিন স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, মসজিদের কাছে এক চিকিৎসককে হত্যা ছুড়িকাঘাত ও গুলি করে হত্যার চেষ্টা করা হয়। তিনি সকালে নামাযের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরিহিত তিন ব্যক্তি ওই চিকিৎসককে ছুরি দিয়ে আঘাত করে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে গুলি চিকিৎসককে গুলি করা হয়।

হোস্টন এলাকায় এক সপ্তাহে এ নিয়ে তিনবার এধরনের হামলার ঘটনা ঘটল।

তদন্তকারীরা বলছে, ওই চিকিৎসককে দুবার গুলি করা হয়েছে। তাকে ২৪ ঘণ্টা আইসিইউতে রাখা হবে। তার ওপর কেন হামলা করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এই ঘটনার মাত্র একদিন আগেই ফ্লোরিডায় একটি মসজিদের সামনে আরো এক মুসলমানকে মারধর করা হয়।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।