বাংলাদেশে ভ্রমণ স্থগিত করেছে ইউনিকলো


প্রকাশিত: ০৬:২৯ এএম, ০৪ জুলাই ২০১৬

জাপানের ইউনিকলো ব্র্যান্ড বাংলাদেশে ভ্রমণ স্থগিত করেছে। গুরুত্বপূর্ণ কোনো কারণ ছাড়া বাংলাদেশে সফরেই এই নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। ইউনিকলোর ১০ জন কর্মী বাংলাদেশে নিয়োজিত রয়েছেন। বাংলাদেশে নিয়োজিত এই ব্র্যান্ডের কর্মীদের নিজ নিজ বাসায় অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে। তবে বাংলাদেশের শোরুমগুলোতে যথারীতি কার্যক্রম পরিচালনা করা হবে বলে ইউনিকলোর পক্ষ থেকে জানানো হয়েছে। খবর রয়টার্সের।

বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় ৭ জাপানি নাগরিক নিহত ও এক জাপানি আহত  হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইউনিকলোর মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং। ঢাকার ওই জঙ্গি হামলার পর বাংলাদেশের ২৬০০ কোটি ডলারের গার্মেন্টস শিল্পখাতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইউনিকলো থেকে শুরু করে মার্কস অ্যান্ড স্পেন্সার বা গ্যাপ ইনকরপোরেশনের মতো বড় বড় গার্মেন্টস রিটেইলাররা বাংলাদেশে তাদের বিনিয়োগ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। চীনের বাইরের অন্যতম বৃহৎ পোশাক নির্মাতা কোম্পানি ইউনিকলোই প্রথম বাংলাদেশে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল।

গত বছর বিদেশিদের ওপর হামলার পর থেকেই অবশ্য বাংলাদেশে ভ্রমণে বিধিনিষেধ জারি করেছিল ইউনিকলো। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, গুরুত্বপূর্ণ কারণ ছাড়া বাংলাদেশে সব ধরনের ভ্রমণ স্থগিত করা হয়েছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।