চীনে ভারি বৃষ্টিপাতে ৫০ জনের মৃত্যু


প্রকাশিত: ১১:২৯ এএম, ০৩ জুলাই ২০১৬

চীনের দক্ষিণাঞ্চলে তিনদিন ধরে ভারি বৃষ্টিপাতের কারণে ৫০ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগের পর থেকে ১২ জন নিখোঁজ রয়েছে। রোববার কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগে কয়েক হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইয়াংজি নদীর পানি বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যা আঘাত হেনেছে।

কেন্দ্রিয় হুবেই প্রদেশে বৃহস্পতিবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। দুর্যোগে ওই এলাকায় ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আরো ১২ জন এখনো নিখোঁজ রয়েছে। প্রদেশের প্রায় ৪ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তাদের সবারই মানবিক সহায়তা প্রয়োজন।

প্রদেশের প্রায় ১৫ হাজার বাড়ি-ঘর পানিতে নিমজ্জিত হয়েছে। ওই এলাকার ৫ লাখ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, পাবর্ত্য গুইঝোউ প্রদেশের একটি গ্রামে ভূমিধসের ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরো সাতজন।
 
টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।