গুলশান হামলায় ৭ জাপানি নিখোঁজ


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০২ জুলাই ২০১৬

বাংলাদেশের রাজধানী ঢাকার হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলার ঘটনায় ৭ জাপানি নাগরিক নিখোঁজ হয়েছেন। জাপান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, জাপানের এক নাগরিককে উদ্ধার করা হলেও সাতজন এখনো নিখোঁজ।

কেবিনেটের প্রধান সহকারী সচিব কইচি হাগিউদা শনিবার এক বিবৃতিতে জানান, হামলার সময় জাপানের আটজন নাগরিক ওই রেস্টুরেন্টে অবস্থান করছিলেন।

তিনি আরো বলেন, জাপানের যে নাগরিককে পুলিশ উদ্ধার করেছে তাকে গুলি করা হয়েছিল। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। আহত ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ওই আটজন বিভিন্ন কোম্পানিতে কর্মরত ছিলেন। তারা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির একটি প্রজেক্টের কাজে ওই রেস্টুরেন্টে অবস্থান করছিলেন।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।