উত্তরখণ্ডে ভূমিধসে নিহত ২২


প্রকাশিত: ০৪:৩০ এএম, ০২ জুলাই ২০১৬

ভারতের উত্তরখণ্ডে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০১৩ সালে এই প্রদেশে ভয়াবহ বন্যায় ৬ হাজার মানুষ প্রাণ হারায়।

পিথোরাগর জেলায় দুর্যোগে ৩ শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের ঘটনায় দিদিহাট এলাকায় ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে অনেকেই ভূমিধসের কারণে মাটি চাপা পড়েছে। এদিকে, শনিবার সকাল পর্যন্ত চামোলি জেলায় আকস্মিক বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। হরিদ্দারের গঙ্গা নদীর পানি বিপদ সীমা থেকে মাত্র দুই মিটার নিচে রয়েছে।

সেনাবাহিনী, ইন্দো-তিব্বতিয়ান সীমান্ত পুলিশসহ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার চারটি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

শুক্রবার রাতে ভারী বৃষ্টিপাতের কারনে বেশ কিছু স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।