মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করলেন হিন্দু নারী


প্রকাশিত: ১০:১১ এএম, ৩০ জুন ২০১৬

ধর্মের নামে সংঘাত ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প বিশ্বের বিভিন্ন অংশে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটাচ্ছে। প্রতিবেশি দেশ ভারতেও সাম্প্রদায়িকতার বিষবাষ্পে যখন পুড়ছে সেদেশে বসবাসকারী সংখ্যালঘুরা ঠিক সেই সময়ই হায়দারাবাদের আত্তাপুরের এক হিন্দু নারী যেন সাম্প্রদায়িকতার গালে চড় বসিয়ে দিলেন।

আত্তাপুরের রাণী থোটা নামের এক হিন্দু নারী মসজিদ নির্মাণের জন্য ১৫ হাজার রুপি দান করে অনন্য নজির স্থাপন করেছেন। শুধু তাই নয়, হুসাইনি আলম নামের নির্মাণাধীন মসজিদের জন্য পরিবারের অন্য সদস্য বন্ধুদের কাছ থেকে ৩৬ হাজার রুপি সংগ্রহ করেছেন।

হায়দারাবাদের প্রখ্যাত সমাজকর্মী মোহাম্মদ ইমাম তাহসিন জানান, ওই মসজিদের নির্মাণের জন্য ৩৭ লাখ রুপি দিয়ে একখণ্ড জমি কেনা হয়েছে। এর মধ্যে ৫ লাখ রুপি পরিশোধ করা হলেও এখনো বাকি রয়ে ৩৩ লাখ রুপি। নির্মাণকাজ এক বছর ধরে অব্যাহত রয়েছে।

সূত্র : সিয়াসাত।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।