এভারেস্ট বিজয় নিয়ে ভারতীয় দম্পতির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৯ জুন ২০১৬

মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠার রেকর্ড গড়ার দাবি করা ভারতীয় এক পুলিশ দম্পতির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। এর আগে, দিনেশ এবং তারাকেশ্বরী রাঠোর নামের ওই দম্পতি ২৩ মে এভারেস্টের চূড়ায় উঠেন বলে দাবি করেন। তারা বলেন, প্রথম ভারতীয় দম্পতি হিসেবে একসঙ্গে এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম হয়েছেন।

ভারতীয় এ দম্পতির দাবি মিথ্যা বলে অভিযোগ উঠেছে এবং পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। অন্য পর্বতারোহীরা অভিযোগ করছেন, ওই দম্পতির এভারেস্ট জয়ের যেসব ছবি প্রচার করা হয়েছে, সেগুলো ভুয়া। ডিজিটাল পদ্ধতিতে এসব ছবি তৈরি করা হয়েছে।

তবে দিনেশ এবং তারাকেশ্বরী রাঠোর এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। গাইড হিসেবে যারা তাদের এভারেস্ট অভিযানে গিয়েছিলেন, তারাও দাবি করছেন, এই দম্পতি আসলেই এভারেস্ট জয় করেছেন।

দিনেশ এবং তারকেশ্বরি রাঠোর দুজনেই ভারতের পুনেতে পুলিশে চাকরি করেন। পুনে পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। পুলিশের একজন জ্যেষ্ঠ এক কর্মকর্তা বিবিসিকে বলেন, এই দম্পতি যে এভারেস্টে উঠেছিলেন সেই মর্মে নেপালের পর্যটন বিভাগ তাদের সার্টিফিকেট দিয়েছে।

গত ৫ জুন রাঠোর দম্পতি এক সংবাদ সম্মেলনে জানান, এভারেষ্ট শৃঙ্গ জয়ের মাধ্যমে তারা তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।