সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১০


প্রকাশিত: ১২:০৬ পিএম, ২৯ জুন ২০১৬

মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিপন্থী যোদ্ধাদের নিয়ন্ত্রিত তুরস্কের সীমান্তের কাছে সিরীয় শহরে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। বুধবার ওই হামলা হয়েছে বলে পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, তাল আবায়াদ শহরে ওই হামলায় আহত হয়েছে আরো কমপক্ষে ৯ জন।

গত বছরের জুনে কুর্দিপন্থী সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজে ও আরব জোট শহরটির নিয়ন্ত্রণ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের কাছ থেকে ছিনিয়ে নেয়। ওই বছরের অক্টোবরে জোট আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়। পরে মার্কিন বাহিনীর নেতৃত্বে আইএসের কাছ থেকে সিরিয়ার উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নেয় ওই জোট।

দেশটির এক কর্মকর্তা জানান, ওই শহরের প্রধান রাস্তায় কুর্দি যোদ্ধাদের স্বায়ত্তশাসিত প্রশাসন ভবনের সামনে গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছে। তিনি বলেন, এতে ৯ জন নিহত হয়েছেন।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।