সওজের অতিরিক্ত প্রধান প্র্রকৌশলীকে শোকজ


প্রকাশিত: ০৬:০৩ এএম, ২৩ জুলাই ২০১৪

নির্ধারিত সময়ের মধ্যে মহাড়সকগুলো সংস্কার না হওয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্র্রকৌশলীকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শনের সময় তিনি এ নির্দেশ দেন।

সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, যশোর-খুলনা সড়কের ৬৬ কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটারের অবস্থা খুব খারাপ।এর ভেতরে দেড় কিলোমিটার সংস্কার করা হয়েছে।বাকি দেড় কিলোমিটারের অবস্থা খুবই নাজুক।এ কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে।

মন্ত্রী বলেন, আমি মন্ত্রী হওয়ার পর সাতবার এই সড়কে এসেছি।কিন্তু সড়কটি যোগাযোগের উপযোগী না হওয়ায় এক ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করা হয়েছে।ঈদের পর এই ঠিকাদারও যদি কাজ করতে না পারে, তবে জনস্বার্থে তাকেও বাতিল করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।